• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

এদেশের যত উন্নয়ন তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই হয়েছে: সিংগাইরে টুটুল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ অক্টোবর ২০২৩

 সাইফুল ইসলাম, (সিংগাইর মানিকগঞ্জ):

বয়স্ক বিধবা  ভাতা, মুক্তি যোদ্ধা  ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, বছরের   শুরুতেই শিক্ষার্থীদের   হাতে  নতুন বই তোলে দেওয়া  এবং মেট্রোরেল, কর্ণফুলি ট্যানেল, ,ফ্লাইওভার এদেশের যত উন্নয়ন তা মাননীয়  প্রধানমন্ত্রী ও  আওয়ামী লীগের  সভাপতি শেখ হাসিনার  হাত ধরেই হয়েছে, এগুলো  আকাশ  থেকে পড়ে নাই। শনিবার সন্ধ্যায়    জার্মিত্তা সত্য গোবিন্দ উচ্চ বিদ্যালয় মাঠে গনসংযোগ ও মতবিনিময় সভায় সিংগাইর  হরিরামপুর-২  আসনের মনোনয়ন প্রত্যাশী দেওয়ান সফিউল আরেফিন টুটুল এ কথা বলেন।   

তিনি আরও  বলেন, “জাতীর  পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  দুস্ত অসহায় মানুষের  কল্যাণের জন্য  সারাটি জীবন বিসর্জন দিয়ে ছিলেন।   শেখহাসিনা তার পিতার  আদর্শ কে বুকে ধারন করে উন্নয়নের পাশি পাশি  সমাজের দুস্ত অসহায়, বৃদ্ধ, প্রতিবন্ধীদের সমাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য বয়স্ক, প্রতিবন্ধী বিধবা, মাতৃকালীন ভাতার ব্যবস্থা করে  তাদের মুখে হাসি ফুটিয়েছেন।”    এখন আর কাউকে সারের জন্য গুলি খেয়ে  মারা যেতে হয়না , নেই বিদ্যুৎ এর হাহাকার ! 

আগামী দ্বাদশ নির্বাচনে জনগণকে  নৌকা প্রতীকে জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী  করার  আহবান জানিয়েছেন  তৃণমূল  জনগনকে। ,তিনি সমাবেশে  আরও বলেন ”বিগত ১৫ বছরে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে থাকা পদধারী ব্যক্তিরা আর্থিক সুবিধা নিয়ে হাইব্রিড ব্যক্তিদের আওয়ামী লীগের  বিভিন্ন কমিটিতে ঠাঁই  দিয়ছেন। ফলে এ আসনে  তৃণমূল আওয়ামী লীগের সংগঠন দুর্বল হয়ে পড়েছে । এ সংগঠন দিয়ে  কোন ক্রমেই  নৌকা কে বিজয় করা সম্ভব নয়।”   

এতে  উপস্থিত  ছিলেন -   উপজেলা   মুক্তি যোদ্ধা  সংসদের সাবেক কমান্ডার   আবুল বাশার ,    আওয়ামী লীগের  সদস্য এ্যাডভোকেট মোঃ লুৎফর রহমান, সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট আবু, বক্কর সিদ্দিক,আওয়ামীলীগ  নেতা  আব্দস সালাম, সাবেক  ভাইস চেয়ারম্যান  আবু বক্কর  সিদ্দিক  জামির্ত্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  মোঃ  আবুল হোসেন  , ইজ্ঞিঃ তফসের আলী, হাবিবুর রহমান,    সাবেক ভিপি মো. লুৎফর রহমান রানা, মোঃ দেলোয়ার  শিকদার,  আওয়ামী লীগ নেতা, শাহিনুর রহমান,   নুরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন,  যুবলীগ নেতা   গাফফার  খান, শেখ মমিন,   ইউপি সদস্য  আব্বাস খান,  ছাত্রলীগ নেতা মকবুল ,   আনোয়ার হোসেন পিন্স, রফিক, আমিনুল ইসলাম প্রমূখ ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads